ইমরান হোসেন, নওগাঁ: ”শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে বাস্তবিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-১৬ ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় পুরাতন ক্যালেক্টরেট ভবন চত্বর, নওগাঁ এতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার সভাপতি, ড. আমিনুর রহমান, জেলা প্রশাসক, নওগাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: আব্দুল মালেক, মাননীয় সংসদ সদস্য-৫০, নওগাঁ-০৫। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মো: মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, নওগাঁ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন,শরিফুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ,নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ,নওগাঁ ও গুণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কমলমতি শিক্ষার্থীরা।এই আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি এবং গুণ্যমান্য ব্যক্তিবর্গ গণ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-১৬ ইং এর প্রতিপাদ্যের উপর আলোচনা করেন। বিশ্বসাহিত্য,ভ্রাম্যমান লাইব্রেরী,জেলা সরকারি গ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমী,নওগাঁ, ইসলামিক ফাউন্ডেশন এর সৌজন্যে বই স্টল প্রদর্শনী প্রদর্শিত হয়। এই বই স্টল প্রদর্শনীতে কমলমতি শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।