নওগাঁয় ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ইমরান হোসেন, নওগাঁ: রমজানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ। আর মাত্র কয়েক দিন পর পবিত্র ঈদুল ফিতর সারা মুসলিম বিশ্বে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। বাংলাদেশেও ঈদুল ফিতর আনন্দ মুখর পরিবেশে পালিত হবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দ ও খুশিটাকে ভাগাভাগি করার জন্য অভিভাবকগণ তাদের প্রাণের প্রিয় সন্তানদের সাধ্যের মধ্যে ঈদের পোশাক কেনাকাটা করে দিচ্ছেন। নওগাঁ সদরের ব্রীজের মোড় সংলগ্ন এলাকার ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সুত্রে জানা যায়, সকালে খুব বেশি ক্রেতাদের ভিড় হয় না। দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এসব ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ফুটপাতের দোকানগুলোতে ০১থেকে ১৫ বছরের ছেলে মেয়েদের শার্ট, প্যান্ট, হাফ প্যান্ট, মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। এসব পোশাক সর্বনিম্ন ২৫ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা দাম পর্যন্ত রয়েছে। ফুটপাতের দোকানগুলোতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা এসব পোশাক কেনাকাটা করছেন বলে জানা যায়। নওগাঁর ব্রীজের মোড় এলাকার ফুটপাতের দোকানি আব্দুস সাত্তার বলেন,তিনি ১৫ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত প্রতিদিন ৫০০০থেকে ৭০০০ টাকার পোশাক বিক্রি করেছেন। আল্লাহর রহমতে আর এই কয়েক দিনে ভালো ভাবে পোশাক বিক্রি করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।

Comments (0)
Add Comment