নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস-১৬ উপলক্ষে আলোচনা সভা

আল ইমরান হোসেন, নওগাঁ: সু-শৃংঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন এই শ্লোগানটিকে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁতেও বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৬ নানা কর্মসূচিতে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাড়ে নয় টায় নওগাঁ সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নওগাঁর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভার সভাপতি ডা: এ.কে.এম মোজাহার হোসেন,সিভিল সার্জেন, নওগাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ড. মো:আমিনুর রহমান,জেলা প্রশাসক,নওগাঁ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো:মোজাম্মেল হক,বিপিএম,পিপিএম, পুলিশ সুপার,নওগাঁ। আলোচনা সভায় উপস্থাপনা করেন,ডা: কাজী মিজানুর রহমান। এই আলোচনা সভা কনফারেন্স রুম, সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয়। এ সময় এই আলোচনা সভায় গুন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে সিভিল সার্জন, নওগাঁ রয়েছেন। সহযোগিতায় রয়েছেন, নন কমিউনিকেশন, ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম,ডিজিএইচএস,বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এনজিও সমূহ,নওগাঁ। এই আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন।

Comments (0)
Add Comment