ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সাফল্যে গাঁথা ৪৮ বছরে পদার্পণ করেছে। সুত্রে জানা যায়, মল্লিকপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৮ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আর এই মল্লিকপুর উচ্চ বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে ১৯৬৮-২০১৬ ইং যা ৪৮ বছরে সাফল্য ও সু নামের সাথে পদার্পণ করেছে। যাদের অবদানে আজ এই বিদ্যালয় সুনাম ও খ্যাতি অর্জন করেছে তাঁরা পৃথিবীতে আর নেই। কিন্তু তাঁদের অবদান উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীরা শ্রদ্ধা ও সন্মানে সাথে স্মরণ করেন। এই মল্লিকপুর উচ্চ বিদ্যালয়টি নওগাঁ সদর থেকে প্রায় ১০ কি.মি উত্তর-পশ্চিম দিকে মল্লিকপুর এলাকায় নিরিবিলি পরিবেশে অবস্থিত। কোলাহল মুক্ত পরিবেশে পাঠদানে উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা অনেক সাচ্ছ্যন্দবোধ করেন। তাছাড়া শিক্ষার্থীরাও পাঠ গ্রহনে উচ্ছাস প্রকাশ করে। এই বিদ্যালয় থেকে কৃতকার্যের সাথে ফলাফল অর্জন করে শিক্ষার্থীরা দেশ বিদেশে বিভিন্ন কর্মস্থলে কর্মরত রয়েছেন। প্রতি বছর জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করে শিক্ষার্থীরা কৃতিত্ব ও কৃতকার্যের সাথে ভালো ফলাফল অর্জন করে। এই বিদ্যালয়ে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছেন। যাদের অবদানে শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করে। মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা (৫৪) তাঁর বিদ্যালয় ৪৮ বছরে পদার্পণ করেছে বলে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন,আমাদের এই বিদ্যালয় শত বছরে পদার্পণ করুক এই কামনা ব্যক্ত করছি।