নওগাঁয় রমজানে ভেজাল প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মত বিনিময়

ইউসুফ অালী সুমন, নওগাঁঃ নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃংখলা রক্ষা, ভেজাল প্রতিরোধ, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে জেলার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যলয়ের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। সভায় অন্যান্যোর মধ্যে চেম্বারের পরিচালকবৃন্দরা, জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি মামুনুর রহমান মামুন, পৌর পুলিশিং কমিটির সভাপতি ও ক্ষুদ্র যৌথ বাজার মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, এটিএন বাংলার সাংবাদিক রায়হান আলম, ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Comments (0)
Add Comment