ইমরান হোসেন, নওগাঁ: ভূই শসা দেখতে শসার চেয়ে মাপে ও ওজনে অনেক কম। এটি দেখতে শসার ন্যায়, কিন্তু ছোট। এটি নওগাঁর আঞ্চলিক ভাষায় ক্ষিরা নামে পরিচিত। ভূই শসা সালাদের জন্য সবার কাছে জনপ্রিয়তা রয়েছে। নওগাঁর বদলগাছী উপজেলার, ভঞ্জকোল,খলসী,চাংলা,বদলগাছী, কুশারমুড়ী,ভান্ডারপুর, দোনইল, কোমারপুর, ইত্যাদি এলাকাতে প্রচুর পরিমানে ভূই শসা(ক্ষিরা) এর চাষ করছেন কৃষকরা। ভূই শসা( ক্ষিরা) গাছে ব্যাপক ভাবে রোগবালাই এর আক্রমন দেখা দিয়েছে। এ নিয়ে কৃষকরা বিপাকে পড়েছে বলে জানা গেছে। কৃষক আইনুল ইসলাম(৩০) জানান, তিনি ২ বিঘা জমিতে ভূই শসা(ক্ষিরা) চাষ করেছেন। এই ভূই শসা চাষে তাঁর প্রায় ৬ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। প্রথমে ভূই শসার দাম বাজারে ভালো থাকায় কিছুটা স্বস্তিতে ছিলেন কৃষকরা। কিন্তু এখন ভূই শসা বাজারে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। একদিকে ভূই শসার দাম হ্রাস এবং অন্য দিকে নানা রোগবালাই এর আক্রমন এনিয়ে বেশ দু:চিন্তায় রয়েছে কৃষকরা। ভূই শসা গাছে হলদে ভাব,ফুল ঝরে যাওয়া,গাছ মরে যাওয়া ইত্যাদি রোগবালাই দেখা দিয়েছে। এই রোগবালাই এর আক্রমন থেকে ভূই শসা গাছকে রক্ষা করার জন্য কৃষকরা কীটনাশক প্রয়োগ করছেন।