এসময় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের জন্য সকলকে আহবান জানান। এছাড়া মানববন্ধনে সংশ্লিষ্ট সকলের প্রতি অবিলম্বে জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমন, জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ , জঙ্গিবাদ বিকাশের মূল কারণসমূহ চিহ্নিত করে তা সমূলে উৎপাটনে যথোপযুক্ত গ্রহণ, জঙ্গিবাদ প্রতিরোধে অবিলম্বে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য, উদার সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ গঠনে উদ্যোগী হও, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণসহ রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ, রাজনৈতিক দমন পীড়ন ও হয়রানী বন্ধ করাসহ গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা এবং অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ কর ও বিচারিক প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টামূলক শাস্তির আহ্বান জানান।