নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে সরস্বতী পূজা সমাপ্ত

আল ইমরান হোসেন, নওগাঁ: বিদ্যাদেবী সরস্বতী পূজা হিন্দু সম্প্রাদায়ের একটি ভাবগম্ভীর উল্লেখযোগ্য পূজা। সারা দেশের ন্যায় নওগাঁর বৃহত্তম বিদ্যাপীঠ নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পূজা সমাপ্ত হয়েছে। সুত্রে জানা যায়,১৩ ফেব্রুয়ারী শনিবার সকালে এই সরস্বতী পূজা শুরু হয় এবং বিকাল পর্যন্ত বিদ্যাদেবী সরস্বতী পূজার আরতী, প্রার্থনা, পূজা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। তাছাড়া এই কলেজ মাঠে হিন্দু সম্প্রাদায়ের শিক্ষার্থী ব্যতিত সকল ধর্ম বর্ণের মানুষের আগমনে সরস্বতী পূজার পূর্ণতা লক্ষ্য করা যায়। কলেজের শিক্ষার্থীদের নাচে গানে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। আর এই সরস্বতী পূজার আয়োজন করেন নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ।

Comments (0)
Add Comment