বিনোদন ডেস্ক:
এবার নজরুল সঙ্গীতের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসবেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। খুব শিগগিরই তিনি নতুন এই অ্যালবামের কাজ শুরু করবেন বলে জানা গেছে। অ্যালবামটি প্রসঙ্গে আঁখি আলমগীর জানালেন, ‘খুব কম বয়সেই নজরুল সঙ্গীতের চর্চা শুরু করি। বিভিন্ন অনুষ্ঠানেও নজরুলের গান পরিবেশন করেছি। তবে এই প্রথম নজরুলের গান নিয়ে একটি অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। বাসায় নিয়মিত নজরুল সঙ্গীতচর্চাও করছি। আমার পছন্দের কিছু নজরুল সঙ্গীত দিয়ে অ্যালবামটি সাজাব। আমি পুরোপুরি বিশুদ্ধ নজরুল সঙ্গীতের একটি অ্যালবাম আমার ভক্ত-শ্রোতাদের উপহার দিতে চাই।’ গত ঈদে সঙ্গীতার ব্যানারে এই শিল্পীর ১৮তম একক অ্যালবাম ‘বোকা মন’ প্রকাশিত হয়েছে। অডিও সিডি আকারে অ্যালবামটি প্রকাশের আগেই তিনি ‘বোকা মন’ এবং ‘জোর কা ঝাটকা’ গান দুটির মিউজিক ভিডিও প্রকাশ করেন। ভিডিও দুটি শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।