নতুন ভোর’র উদ্যোগে কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

শাহ্ আলম, কুড়িগ্রাম: সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নতুন ভোর’র উদ্যোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার পাত্রখাতা গ্রামের সামছুল হকের বাড়িতে এক হাজার দুঃস্থ ও গরিব মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন ভোর’র চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান।
জীবনে প্রথম কম্বল পেয়ে ৭০ বছর বসয়ী রমজান আলী আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, শীত আসলে খুব কষ্ট হয়। কত জনের কাছে যে একটা কম্বলের জন্য গিয়েছি! কিন্তু এলাকার জনপ্রতিনিধিরা ফিরেও তাকান না। শেষ বয়সে এসে এই কম্বল পেয়ে আমি খুব খুশি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম রেজা, ফজলে এলাহী স্বপন, বাদশা সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, ফিরোজ আলম মনু, নজরুল ইসলাম সাবু, নাজমুল হুদা পারভেজ, গোলাম মাহবুব, মোঃ হুমায়ন কবির, শ্যামল কুমার, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপারিনডেন্টেড মাওলানা আব্দুল আজিজ, শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল গফুর, থানাহাট বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ বিএসসি, আওয়ামী লীগ নেতা গোলাম সর্দার বাবু, ইউপি মেম্বার জাকিউল ইসলাম, এস এম খাইরুল বাসার, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক মিলন, লাল মিয়া, জাহিদ আনোয়ার পলাশ, পাত্রখাতার বাসিন্দা আলহাজ আব্দুস সাত্তার, সফিউল মাষ্টার, সোবহান মুন্সি, সামছুল হক প্রমুখ।

Comments (0)
Add Comment