অনলাইন ডেস্ক: দুবাইয়ের ডাউনটাউনে অবস্থিত বিশ্ববিখ্যাত হোটেল দুবাই টাওয়ারে আগুন লেগেছে। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল দুবাই টাওয়ারে। ঠিক তার এক ঘন্টা আগে ভবনটির বিশ তলায় আগুন জ্বলে ওঠে।
টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় ৬৩ তলা ভবনটিতে আগুন জ্বলছে এবং হাজারো মানুষ দৌড়ে পালাচ্ছে।দুবাইয়ের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইতিমধ্যে আক্রান্ত এলাকা খালি করে বন্ধ করে দিয়েছে পুলিশ। অগ্নিনির্বাপক বাহিনী কাজ শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।