মোঃহাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা,অসহায় কর্মহীন হতদরিদ্র দিনমুজুর শ্রমিকদের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বে-সরকারী সংস্থা ল্যাম্ব। টিয়ার ফান্ড ও সীডার ফান্ড হংকং এর আর্থিক সহযোগিতায় ল্যাম্ব এর বাস্তবায়নে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে সংগঠনটি । শনিবার বেলা ১১টায় উপজেলার গোলাপগঞ্জের পাটেরখোলা গ্রামে খাদ্য সমাগ্রী বিতরণ করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার উৎপল মিন্জ । তিনি জনানÑ প্রতি জনকে ৫কেজি চাল,এক কেজি ডাল,এক কেজি তেল,২টি সাবান,এক কেজি লবণ ও ৪টি মাস্ক দেওয়া হচ্ছে। আজকে ৩শ ২০জনকে খাদ্য সমাগ্রী দেওয়া হবে । এসময় সংস্থার প্রজেক্ট ফাইন্সাস ম্যানেজার রাজু হেম্রম,টেকনিক্যাল কোঅডিনেটর মোঃ গোলাম মোস্তফা, এডমিন অফিসার মোঃ মিজানুর রহমান ও প্রজেক্ট অফিসার গাব্রিয়েল বিস্কু উপস্থিত ছিলেন ।