আরজুমান আরা বেগম, বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে, স্বপরিবারে থাকতেন মালোএশিয়া। লেখাপড়া শেষে চাকুরির পেছনে না ছুটে দেশে এসে টার্কি পাখির খামার গড়ে তোলেন তিনি। ২০১৬ সালে নওগা জেলা থেকে মাত্র আড়াই লক্ষ টাকায় ১শ টি টার্কি পাখি এনে পালন শুরু করেন তিনি। সেই থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে, এখন তার খামারে ১ হাজার টার্কি পাখি থেকে ডিম সংগ্রহ করছেন। ডিম থেকে বাচ্চাও ফোটানো হয় তার খামারে। ছয় বিঘা জমির উপর গড়ে ওঠা খামারটির নাম দিয়েছেন ’’ ইকো এ্যাগ্রো ফার্মে প্রতিদিন ঢাকা বগুড়া জয়পুরহাট রংপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসে এখানে বাচ্চা নিতে।