নবাবগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জ ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ মৌজায় বুধবার সকাল ১১টায় আঞ্জুমান আরা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বেসরকারি এনজিও ল্যাম্ব এর আয়োজনে কম্বল বিতরণ করা হয়। আঞ্জুমান আরা প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. রাশেদ বিপ্লব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকো এগ্রো ফার্মের স্বত্তাধিকারী মোছা. আঞ্জুমান আরা, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল করিম, ল্যাম্ব এর উপজেলা কো অর্ডিনেটর মি. উৎপল মিনজ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা, পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুস সাত্তার, নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আল আলিমুল রাজি, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাহাবুব আলম, সাংবাদিক আনিসুর রহমান, দৈনিক বজ্রশক্তির জেলা প্রতিনিধি হাসিম উদ্দিন, এলাকাবাসীর পক্ষে মো. উমর আলী প্রমুখ। বিদ্যালয়ের পরিচালক জানান, ৮৫ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের অভিভাবকের হাতে কম্বল বিতরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment