নবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ৩৮তম বিজ্ঞান ও জাতীয় প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্ত মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১২ এপ্রিল) নবাবগঞ্জ হাইস্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক ষ্টোল অংশ গ্রহন করে।

Comments (0)
Add Comment