এম রুহুল আমিন প্রধান,নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার দুপুর ১২টায়ল্যাম্ব দুর্যোগ ও ঝুকি হ্রাস প্রকল্পের টিয়ার ফান্ড এর বিদেশি ডোনারদের নিয়ে উপজেলা নিবার্হী অফিসারের সভা কক্ষে উপজেলার দুর্যোগ সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে মত বিনিময় হয়েছে। এ সময় প্রজেক্টরের মাধ্যমে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন সমস্যা সম্ভাবনা দুর্যোগ এর সচিত্র প্রতিবেদন তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশিদ । এ সময় উপস্থিত ছিলেন বিদেশি ডোনার এশিয়া জিওগ্রাফিক্যাল প্রধান মি. কলিন্স স্টিফেন পল, গ্লোবাল রেজিলিয়েন্স এডভাইজার মি. যোনাহন জর্জ স্টোন, বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মিসেস সুচিত্র বেহেরা, ডিজেস্টার ম্যানেজমেন্ট এডভাইজার মি. এলিস অরুন মজুমদার, ল্যাম্ব দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মি. মাহাতাব লিটন, প্রকল্প কর্মকর্তা উৎপল মিনজ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, ইউপি চেয়ারম্যান মো. রহিম বাদশা, দৈনিক প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এস এম আলমগীর, দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি হাসিম উদ্দিন প্রমুখ। ২নং বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন ও ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ জানান, ল্যাম্ব দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের অধীনে টিয়ার ফান্ড এর অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের টয়লেট স্থাপন করার কারণে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, টিয়ার ফান্ডের অর্থায়নে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি পানের জন্য টিউবওয়েল স্থাপন ও ল্যাট্রিনগুলো মানসম্মত।