নবাবগঞ্জ,প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সর্ম্পকের অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর নিকট ন্যায় বিচার চেয়ে অভিযোগ দাখিল হয়েছে। জানা গেছে পাশ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার আমড়া গ্রামের মৃত. আবুসাইদ মন্ডলের মেয়ে মোছা. শিল্পি বেগম অভিযোগ করে বলেন ,নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর পুটিহার গ্রামের আরাফাত হোসেন স্বপন তাকে বিয়ের প্রলোভনে ১বছর ধরে শারীরিক সর্ম্পক গড়ে তোলেন । সর্ম্পকের এক পর্যায়ে তিনি বিয়ে করার জন্য প্রস্তাব দিলে স্বপন বিষয়টি কৌশলে এড়িয়ে যায়। এ ঘটনায় শিল্পি বেগম স্বপনকে বিবাদী করে ৬নং ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসমান জামিল এর নিকট লিখিত ভাবে বিচার প্রার্থী হন। এ বিষয়ে চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ প্রাপ্তী স্বীকার করে বলেছেন তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ধরনের খবর তিনি জানেন না। এদিকে অভিযুক্ত স্বপনের বড় ভাই মোঃ নিজামুল হাসানের শিশির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তার ছোট ভাইকে সাজানো ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
এদিকে অসহায় শিল্পি বেগম সংশ্লিষ্ট সকল মহলের কাছে ন্যায় বিচার দাবি করেছেন।