এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বণিক বার্তার এ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান, মহা ব্যবস্থাপক আমীর হোসেন মাহাবুব, নরসিংদী জেলা সমবায় কর্মকর্তা আশরাফুল ইসলাম। গত রোববার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাই গিরিশ চন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া, সোমেন চন্দ পাঠাগারের সভাপতি শহিদুল হক সুমন, ইন্ডিপেন্ডেট টিভির জেলা প্রতিনিধি আশাদুজ্জামান রিপন, চ্যানেল নাইন’র জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার, সময় টিভির প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, আমরা নরসিংদী বাসী সংগঠনের সম্পাদক তৌকির আহম্মেদ প্রমূখ।
বক্তারা বলেন, বণিক বার্তা যে ধারা নিয়ে এগিয়ে যাচ্ছে সেই ধারা নিয়ে বাংলাদেশে কম পত্রিকাই চলছে। যারফলে বণিক বার্তা পত্রিকাটি ধীরে ধীরে পাঠকের মন জয় করছে। পত্রিকাটি দেশের জুলুমবাজ আর লুটেরাদের বিপক্ষে অবস্থান করায় একদিন সর্বমহলে ছড়িয়ে পরবে বণিক বার্তা।
বক্তাগণ আরও বলেন, এই বণিক বার্তা পত্রিকাটি দেশের কামার, কুমোর, জেলে, শ্রমিকসহ মেহনতি মানুষের পক্ষে কাজ করলে এর মান আরো অনেক সমৃদ্ধ হবে বলে আশা করা যায়।
আলোচনা শেষে সকলের মধ্যে বণিক বার্তার পক্ষ থেকে বণিক বার্তার এ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান অতিথিদের মাঝে ক্রেষ্ট ও মগ উপহার তুলে দেন।
সবশেষে কেক কেটে সকলের মধ্যে পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বণিক বার্তার নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল অনুষ্ঠানে আগত সকল অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের স্বাগত জানান।