নিজস্ব প্রতিনিধি, নাটোর: ধর্মের বিকৃত শিক্ষা থেকে উৎপত্তি হওয়া সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্ম বিশ্বাসের অপপ্রয়োগের বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে দেশব্যাপী দুর্দান্ত গতিতে কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি জনপদে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের মাঝে হেযবুত তওহীদ পৌঁছে দিচ্ছে ধর্মের সঠিক আদর্শ। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, প্রামাণ্যচিত্র প্রর্দশনী, মতবিনিময় সভাসহ নানামুখি জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আন্দোলনটি। এরই ধারাবাহিকতায় গত শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলাধীন ৫নং মাঝগাঁও ইউনিয়নের আগ্রান বাজারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ এর বড়াইগ্রাম পৌর সভাপতি মো. বাদশা প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুয্যামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা হেযবুত তওহীদের সভাপতি সাকিব আহম্মেদ। বনপাড়া শহর হেযবুত তওহীদের সভাপতি মো. আব্দুস সবুর খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতেই হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম প্রদত্ত একটি ভিডিও ভাষণ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, “আজ সমগ্র মানব জাতি তাদের ধর্মের মূল শিক্ষা হতে বহুদূরে সরে গেছে। ধর্ম আজ মসজিদ, মন্দিও, গির্জা, প্যাগোডা আর খানকাহ’র চার দেয়ালে বন্দি। আজ মানুষের কাছে ধর্ম বলতে শুধুমাত্র কিছু ধর্মীয় আচার-আচরণ ও লেবাস পরিধান। অথচ ধর্মের মূল শিক্ষা তথা মানবতার প্রতি গুরুত্ব নেই কারোরই। এদিকে এক শ্রেণির ধর্মব্যবসায়ী মানুষের ঈমানী চেতনাকে হাইজ্যাক করে জাতি বিনাশী কর্মকাÐে লিপ্ত হয়েছে। ফলে ধর্ম এখন মানবতার কল্যাণে ভূমিকা রাখতে পারছেনা। এহেন পরিস্থিতিতে হেযবুত তওহীদ মানুষের সামনে ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরার কাজ করে যাচ্ছে।” তিনি চলমান সংকট মোকাবেলায় দেশের সকল মানুষকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। উপস্থিত জনতা হেযবুত তওহীদের বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করেন।