নান্দাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরসহ ১২ ইউনিয়নের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে প্রতিটি মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিলে পূর্বে প্রতিটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।