নারায়ণগঞ্জের সাত খুনের মামলার চার্জশিট-অভিযুক্ত ৩৫

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ।

তবে, এজাহারভূক্ত ৫ আসামির নাম চার্জশিটে না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন ও পরের দিন আরো একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় এখন পর্যন্ত র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ৩২জন গ্রেফতার রয়েছেন। মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের কারাগারে বন্দি আছেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

Comments (0)
Add Comment