নারায়নগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি মাহমুদ হোসেনসহ ২০ সদস্যকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়েছে। ক্লাবের সভাপতি মাহমুদ হোসেন সোমবার রাতে সাংবাদিকদের জানান, তাকেসহ ক্লাবের ২০ সদস্যকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। কারা চিঠিটি পাঠিয়েছে অথবা চিঠিতে আর কার কার নাম রয়েছে এ বিষয়ে তিনি আর কিছুই বলেননি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি।
নগরীর বঙ্গবন্ধু সড়কের অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সদস্য সংখ্যা ১৪শ’। ক্লাবের নিজস্ব কমিউনিটি সেন্টার, মার্কেট, রেস্ট হাউজ, ক্যাটারিং সার্ভিস, ডিপার্টমেন্টাল স্টোর, বার, সুইমিং পুল, টেনিস কোর্ট ও জিমনেশিয়াম রয়েছে।