নারী কর্মচারীদের বোরকা ও নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেইনিং কমপ্লেক্স (সিইআইটিসি)-র কর্তৃপক্ষ

প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপক মো. কবির হোসাইন স্বাক্ষরিত গত ১৬ এপ্রিল জারি করা এ নোটিশে নারী কর্মচারীদের বোরকা ও নিকাব

পরা কঠোরভাবে নিষেধ করা হয়েছে যা আগামী পহেলা মে থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ্য করা হয়।
এমন খবরে আলোচনা সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানায় নেটিজেন রা।

প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি আল্লামা ড. বেলাল নুর আজিজির
নেতৃত্বে প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপক এর সাথে দেখা করে স্মারক লিপি প্রদান করেন। দীর্ঘ সময় আলাপ শেষে গণমাধ্যমকে ওলামা
মাশায়েখ রা জানান- নারী কর্মচারীদের বোরকা ও নিকাব পরা নিষেধের বিষয়টি ভুলভাবে উপস্থাপন হয়েছে।

স্মারকলিপি গ্রহনের বিষয়ে ক্যামেরার সামনে হাসপাতাল কতৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।
তবে হাসপাতালটির ম্যানেজার মোঃ রুকনুন চৌধুরী জানান ১৬ এপ্রিলে জারি করা নোটিশ সংশোধন করে ২৬ এপ্রিল নতুন করে নোটিশ প্রদান
করা হয়েছে। সংবাদ মাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন হয়েছে তা ভূল। হাসপাতালে গুরুত্বপূর্ণ বিভাগে নিজস্ব ড্রেসকোড রয়েছে সেখানে শুধু
নিয়ম মানার কথা বলা হয়েছে। একটি মুসলিম দেশে কখনোই বোরকা ও নিকাবের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না।

Comments (0)
Add Comment