কুড়িগ্রাম প্রতিনিধি: নাশকতার আশংকায় কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৮ জন ও বিএনপি’র ৪ জন। কুড়িগ্রামের পুলিশ সুপার ডাঃ তবারক উল্ল্যা জানান, নাশকতার সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় নাগেশ্বরী উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৬ জনসহ বিভিন্ন উপজেলা থেকে আরো ৬ জনকে আটক করা হয়েছে।