বিনোদন ডেস্ক:
নবাগত নায়িকা অমৃতা, তার নায়ক যদি হয় রাজ্জাক তাহলে কেমন হবে বিষয়টি? অসম প্রেম হবে। আর এই অসম প্রেমের গল্প নিয়েই নির্মাতা রাজু আহমেদ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘অসম প্রেম’। আর এ চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাককে দেখা যাবে অমৃতার নায়কের চরিত্রে। অমৃতা বলেন, ‘চলচ্চিত্রে দেখা যাবে আমি নায়ক রাজ রাজ্জাকের প্রেমে পড়েছি। কিন্তু এ ছবিতে ইমনও আমার নায়কের ভূমিকায় অভিনয় করছেন। বেশ মজার আছে গল্পটা।’ ৭ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ছবিটির শুটিং চলছে। ২০ সেপ্টেম্বর অমৃতা ঢাকায় ফিরবেন বলে জানান। অন্যদিকে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটিরও শুটিং শুরু করেছেন তিনি। এ ছবিতে অমৃতার নায়ক হিসেবে রয়েছেন বাপ্পী চৌধুরী ও তানভীর।