না ফেরার দেশে চলে গেলেন প্রফেসর কামাল আতাউর রহমান


স্টাফ রিপোর্টার, ঃ
ফরিদপুর জেলার ভাঙ্গার উপজেলার কৃতি সন্তান সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক হালিমা হাবিব লাইব্রেরির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পিস মুভমেন্টের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভাংগা উপজেলার বর্তমান সভাপতি কবি প্রফেসর কামাল আতাউর রহমান (কনক রেজা)। মঙ্গলবার ১৮ এপ্রিল বিকাল ৪টায় ঢাকার পপুলার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাষ ত্যাগ করেন (ইন্না নিল্লাহে….. রাজেউন)। দীর্ঘদিন যাবত তিনি বুকের প্রিড়ায় ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ২ পুত্র ২ কন্যা, অসংখ্যা গুনগ্রাহী ও শুভাকাংক্ষী রেখে গেছেন।
তিনি ভাংগা পৌরসদরের কাপুড়িয়া সদরদী গ্রামের মরহুম আলহাজ্জ হাবিবুবর রহমান (লাল দারোগ) ও মরহুম হালিমা বেগমের কনিষ্ঠ পুত্র। তার বাবার প্রতিষ্ঠিত ভাংগা দাড়িয়ারমাঠ মাদ্রাসায় বুধবার সকাল ৭ ঘাটিকায় জানাযা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। তিনি সারা জীবন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ ভাংগা বাসী শোকাহত।

Comments (0)
Add Comment