স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রসঙ্গে জানতে চাইলে এই তরুণ নির্মাতা বলেন:’কালার অফ লাইফ’ মূলত বাবাদের অনুভূতির গল্প। বাবা হচ্ছে বটবৃক্ষের শান্ত ছায়ার মত। সবটা সময় জুড়ে মাথার উপর ছায়া হয়ে থাকে আর গভীর মমতায় বুকে জড়িয়ে রাখে। আসলে বাবাদের মত এত গভীর করে এই জগতে আর কেউ ভালোবাসতে পারে না।
‘কালার অফ লাইফ’ দর্শকদের কাছে কেমন লাগবে জানতে চাইলে নির্মাতা বাংলাদেশের পত্রকে জানায়, দেখুন, একজন নির্মাতা তার চলচ্চিত্র নিয়ে কতটা আশাবাদী তার চেয়ে বড় কথা হল সেই চলচ্চিত্র দর্শকের কতটা মন ছুঁয়েছে। কতটা মনের গহন গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের কথা বলে গেছে। আমি বিশ্বাস করি ‘কালার অফ লাইফ’ ছুঁয়ে দেবে মানুষের মন ও মনন।দর্শকদের কাছে ভাল লাগবে।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ডাঃ এজাজুল ইসলাম ছাড়াও আরও অভিনয় করেছেন সিকদার ডায়মন্ড, শাকুর, শামীম এবং উৎসব।