বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাসির হায়দার রানা জানান, কক্ষটি বাইরে থেকে বন্ধ ছিল। তালা ভেঙে ভেতরে ঢুকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে তিনি মারা গেছেন এ ব্যাপারে এখানো কিছু জানা যায়নি। তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।
আকতার জাহান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি তানভীর আহমেদের প্রাক্তন স্ত্রী। বছর তিনেক আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে।