এরদোগান বলেন, এর পর একে একে সন্ত্রাসী আক্রান্ত ইদলিব, তাল রিফাত ও মানবিজকেও মুক্ত করব।
ওয়াইপিজি যোদ্ধাদের হটাতে চলতি বছরের ২০ জানুয়ারি আফরিনে অভিযান চালায় তুরস্কের সেনাবাহিনী, যা শেষ হয় ১৮ মার্চ।
২০১৬ সালের আগস্ট থেকে গত বছরের মার্চ পর্যন্ত চালানো ইউফ্রেটিস শিল্ড অভিযান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তুরস্কের হস্তক্ষেপের অধিকার থাকলেও আমরা বেশ বিলম্ব করেছি।
তার ভাষ্য, ইউফ্রেটিস শিল্ড অনেকটা বিলম্বিত অভিযান ছিল। আমাদের যেটা আরও আগে শুরু করা উচিত ছিল। যদি আমরা আগেই ওই অভিযান চালাতাম, তাহলে কিলিস বারবার আক্রান্ত হত না।
নিজেদের সীমান্ত থেকে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের হটিয়ে দিতে ও কুর্দি বেসামরিক বাহিনীর যোদ্ধাদের অগ্রযাত্রা রুখতে সিরিয়ায় সেনা, ট্যাঙ্ক ও যদ্ধবিমান পাঠিয়েছিল তুরস্ক। যেটাকে ইউফ্রেটিস শিল্প অভিযান বলা হয়।
সেখানে নিজেদের উদ্দেশ্য সাধনে সিরিয়ার বিদ্রোহী বাহিনী ফ্রি সিরিয়ান আর্মিকে (এফএসএ) সমর্থন দেয় তুরস্কের বাহিনী।
তুরস্ক সীমান্তের অদূরে ইউফ্রেটিস নদীর তীরের সিরীয় শহর জারাবলুসের নিয়ন্ত্রণ নেয় এবং সীমান্তের প্রায় ১০০ কিলোমিটার বিস্তৃত একটি এলাকা থেকে আইএস যোদ্ধাদের হটিয়ে দেয়।