চট্টগ্রাম ব্যুরো:-
ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ‘শিখা প্রকল্প’-এর উদ্যোগে আজ (১২ নভেম্বর ২০২৫) চট্টগ্রামে গণপরিবহন ও পাবলিক স্পেসে জেন্ডারভিত্তিক সহিংসতা এবং যৌন হয়রানি প্রতিরোধে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই কর্মশালায় ট্রাফিক সহায়তাকারী গ্রুপ ও ব্র্যাক কমিউনিটি স্বেচ্ছাসেবকসহ মোট ৩২ জন অংশগ্রহণ করেন। কর্মশালার প্রধান লক্ষ্য ছিল নারী-বান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য স্থানীয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোঃ রবিউল ইসলাম।