২০১৯ সালের আগে কোনোভাবেই সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে ফোন করে সংলাপের কথা বলেছিলেন। কিন্তু তিনি (খালেদা জিয়া) তাতে রাজি হননি। নাসিম এসময় ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “মানুষ হত্যাকারীদের সঙ্গে কিসের সংলাপ? আর কোনও সংলাপ হবে না।”
গত কাল বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশে কোনো অবরোধ-হরতাল নেই, এটা কোনও আন্দোলন নয়। মানুষ এসব পালন করে না। বিগত এক মাস ধরে খালেদা জিয়া তথাকথিত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে। তিনি স্বেচ্ছায় বন্দি থেকে সহিংস আন্দোলনের হুকুম দিচ্ছেন। দেশের মানুষের এটা বোঝার আর বাকি নেই। এসময় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, মাইনুদ্দিন খান বাদল এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্কিট হাউজের মতবিনিময় শেষে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত ১৪দলের জনসভায় যোগদান করেন।