নিসে জঙ্গি হামলার সময় সন্তান জন্ম দেন এক নারী

অনলাইন ডেস্ক: দুঃসহ মৃত্যুমিছিলের মধ্যেই জন্ম নিল নতুন প্রাণ। গত বৃহস্পতিবার সন্ত্রাস হানার মাঝে নিসের রেস্তোরাঁয় সন্তানের জন্ম দিলেন আত্মগোপনকারী এক মহিলা। জানা গিয়েছে, আতঙ্কের জেরেই আচমকা প্রসব করেন তিনি। বাস্তিল দিবসে আতসবাজির প্রদর্শনী দেখতে স্বামী ও সন্তানদের নিয়ে নিসের প্রোমেনাদ দেজাংলেতে উপস্থিত হয়েছিলেন ওই মহিলা। জানা গিয়েছে, তাঁর ৯ মাসের গর্ভাবস্থা চলছিল। উত্‍সবের রাতে ভিড়ে ভরা সড়কে ট্রাকের চাকার নিচে ৮৪ জনকে পিষে মারে আইসিস অনুপ্রাণিত জঙ্গি বোহলেল। আহত হন আরও ২০০ নিরপরাধ মানুষ।
জঙ্গি হামলার কথা ছড়িয়ে পড়তে শুরু হয়ে যায় নিরাপদ আশ্রয়ের তালাশ। সেই সময় নিসের একটি বিচ রেস্তোরাঁয় ঢুকে পড়েন মহিলার পরিবার। সেই সময় প্রাণ বাঁচাতে ওই ভোজনশালায় আশ্রয় নিয়েছিলেন ১৫০০ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেস্তোরাঁর টেরাসে পৌঁছে হঠাত্‍ তীব্র প্রসব বেদনা নুভব করতে শুরু করেন আতঙ্কে অস্থির মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে রান্নাঘরে নিয়ে যান রেস্তোরাঁর কর্মীরা। সেই সময় প্রাণভয়ে কিচেনের রেফ্রিজারেটরের ভিতরেও লুকিয়ে পড়েছিলেন কয়েকজন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক চিকিত্‍সক। তাঁর সাহায্যে সন্তানের জন্ম দেন ওই যুবতী।
পরবর্তীকালে পুলিশের গুলিতে জঙ্গি ট্রাকচালক বোহলেলের মৃত্যুর পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। জানা গিয়েছে, মা ও নবজাতক, দুজনেই সুস্থ রয়েছে। তবে শিশুটি ছেলে না মেয়ে, সেই বিষয়ে কিছু জানা যায় নি।
এরই পাশাপাশি, সেই রাতে প্রোমেনাদ দেজাংলেতে উপস্থিত আরও এক গর্ভবতী যুবতী রক্ষা পেলেও ট্রাকের চাকার নিচে পিষে মারা গিয়েছেন তাঁর স্বামী টিমথি ফোর্নিয়ার (২৭)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিসের জনবহুল সড়কে অন্যদের সঙ্গে আতসবাজির খেলা দেখতে হাজির হয়েছিলেন টিমথি ও তাঁর ৭ মাসের গর্ভবতী স্ত্রী। খুশির আবহে আচমকা ভিড়ের মাঝে বেপরোয়া গতিতে এগিয়ে আসা ট্রাকটিকে দেখতে পান তাঁরা। বোহলেলের ট্রাক তাঁদের দিকে এগিয়ে আসতেই ঝটিতি স্ত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দেন টিমথি। কিন্তু নিজে বাঁচেত পারেননি। অতিকায় ট্রাকের চাকায় থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Comments (0)
Add Comment