নীলফামারীতে অগ্নিকান্ডে ২৬বসত ঘর ভষ্মিভুত

নীলফামারী ;  নীলফামারীতে অগ্নিকান্ডে ৯টি পরিবারের ২৬টি বসত ঘর ভষ্মিভুত হয়েছে। রবিবার রাত নয়টার দিকে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের ট্যাংরাগড় টুপামারীতে অগ্নিকান্ডের ওই ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ভষ্মিভুত হয় ইব্রাহিমসহ ৯টি পরিবারের ২৬টি বসত ঘর। টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত ফকির শাহ জানান অগ্নিকান্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই সব পরিবারগুলোর।

নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন জানান, ভষ্মিভুত ঘরের মধ্যে শোয়ার ঘর ১২টি, রান্না ঘর ৮টি এবং গোয়াল ঘর ৬টি রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Comments (0)
Add Comment