নীলফামারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নীলফামারী:  নীলফামারীর ডিমলা হাসপাতাল থেকে রবিবার এক অজ্ঞাত ব্যাক্তির (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

পুলিশ সুত্রে জানা যায়, ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের তেলিপাড়া জামে মসজিদে উক্ত ব্যাক্তি ২০ দিন আগে অবস্থান করে। তিনি মসজিদে থাকায় সময় কারো সাথে কথা বলত না। গত শুক্রবার রাতে উক্ত বৃদ্ধ অসুস্থ্য অবস্থায় পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে। শনিবার বিকালে পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক উক্ত ব্যাক্তিে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

এ ব্যাপারে ডিমলা থানায় একটি অপমৃত্যু মামলা ০৯/১৫ দায়ের করা হয়। ডিমলা থানার এসআই শহিদুর রহমান জানায়, অজ্ঞাত ব্যক্তির লাশে সুরতহাল প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য লাশের ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে।

Comments (0)
Add Comment