নীলফামারীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নববধুর মৃত্যু

নীলফামারী:  আত্মীয়র বাড়িতে দাওয়া খেয়ে আর বাড়ি ফেরা হলোনা নববধু সুমনা আকতার (২০)।  অসাবধানতায় অটোরিকশার চাকার সাথে গলার ওড়না পেঁচিয়ে সুমনা মৃত্যুর মুখে ঢলে পড়ছে।নিহত সুমনা আকতার নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের উত্তর সুটিপাড়া গ্রামের সুবহান আলীর মেয়ে।গত তিন মাস আগে একই গ্রামের সেলিম হোসেনের সাথে বিয়ে হয়েছিল সুমনার।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ডোমারে এক আত্মীয়বাড়িতে দাওয়াত খেয়ে পরিবারের লোকজনের সাথে সুমনা অটোরিক্সায় করে নিজ বাড়ী সুটিপাড়ায় ফিরছিল। পথে বানিয়া পাড়া তিস্তা ক্যানেলের সুইগেইট সংলগ্ন এলাকায় হঠাৎ ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে গলায় ফাঁস লেগে সে অটোরিক্সা থেকে রাস্তায় পড়ে যায়। নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানায় সদর থানার ওসি শাহজাহান পাশা।

Comments (0)
Add Comment