নীলফামারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা -যুবকের কারাদন্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে  তৃতীয় শ্রেণীর  ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অপরাধে এক যুবকের  ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায়।
জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী এমাজ উদ্দিন সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় রেলওয়ে কোয়াটারে বসবাস করেন। তার স্ত্রী-সন্তানরা থাকেন পার্শ্ববর্তী পার্বতীপুর শহরে। ঘটনার দিন এমাজ উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (২৫) বাবার সঙ্গে দেখা করতে সৈয়দপুরে আসে। বাবা কারখানায় ডিউটিরত থাকায় সে কোয়াটারে অবস্থান করে। এসময় পাশের বাসার ১০ বছর বয়সি শিশু মিতু (ছদ্মনাম) শহরের সামসুল হক মেমোরিয়াল একাডেমীর তৃতীয় শ্রেণীর ছাত্রীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। হাফিজুল ছাত্রীটির শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ও নখের আচর দিয়ে ক্ষতচিহ্নের সৃষ্টি করে। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং লম্পট যুবককে আটক  করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করলে আদালতে মাননীয় বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মুহাম্মদ মুসা জঙ্গী তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। কারদন্ড প্রাপ্ত যুবককে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment