আতিয়ার রহমান, নীলফামার: নীলফামারীর জলঢাকায় ”গ্রীণ গোল্ড জলঢাকা, সু-শ্বাসন শুদ্ধাচার একত।’ এই স্লোগানকে সামনে রেখে গত শনিবার সকালে জলঢাকা উপজেলাকে ভিক্ষুক মুক্ত করণের লক্ষে ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা হাসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ আহসান হাবীব, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, আওয়ামীলীগ নেতা দীপেন্দ্র নাথ সরকার (দীপু বাবু) ওসি তদন্ত মফিজ।
বক্তরা সকলেই চলতি বছরের মধ্যেই জলঢাকা উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণার আহ্বান জানান। এজন্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের সৃষ্টি করে ভিক্ষুকদের স্বাবলম্বী করার পরিকল্পনা ব্যক্ত করেন।
এ ভিক্ষুক সমাবেশে জলঢাকা উপজেলার ১২টি ইউনিয়নের ৯শত ৮২জন নারী-পুরুষ ভিক্ষুক অংশ নেন।সমাবেশ শেষে প্রতিটি ভিক্ষুককে একটি শীতবস্ত্র কম্বল ও ২০ কেজি করে চাল দেয়া হয়েছে।