নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাস, দূর্নীতি ও জঙ্গীবাদ প্রতিরোধে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় বাহাগিলী মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাহাগিলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আমিনুল ইসলাম। নিতাই ও বাহাগিলী ইউনিয়ন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম সাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা হেযবুত তওহীদ’র জেলা সভাপতি মো: নুর আলম সরকার, উপজেলা নাগরিক কমিটির সিনিয়র সভাপতি নুরুল হক শাহ, কিশোরগঞ্জ মহিলা নাগরিক কমিটির উপদেষ্টা রোকসানা হক সাথী, বাহাগিলী নাগরিক কমিটির আহŸায়ক আব্দুল জলিল (সুপার), তেঁতুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ সৈয়দপুর উপজেলা সভাপতি তানভীর আলম রাসেল, সাপ্তাহিক জনগণের বার্তা সম্পাদক মো: বাদশাহ আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নাগরিক কমিটির কার্যকরী সদস্য আকরামুজ্জামান (টিটো)।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদ নীলফামারী জেলা শাখার সভাপতি মো: নুর আলম সরকার বলেন, হেযবুত তওহীদ প্রতিষ্ঠাকাল থেকেই সন্ত্রাস, জঙ্গীবাদ, অপরাজনীতি, ধর্মব্যবসাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আজ নাগরিক কমিটি এ উদ্যোগে সহযোগি হয়েছেন। তাদের এ উদ্যোগ সফলকাম হোক সে প্রত্যাশা করছি। তিনি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Comments (0)
Add Comment