নীলফামারীর জলঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

জলঢাকা সংবাদদাতা: নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার দুপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহতও ১জন গুরুতর আহত হয়েছে।

প্রতোক্ষ্যদর্শী ও নিহতর পরিবার পক্ষ থেকে জানা গেছে, পাটগ্রাম থেকে মটরসাইকেল যোগে জলঢাকা হয়ে রংপুর যাওয়ার পথে উপজেলার বড়ঘাট নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুলাল হোসেন (২৭) মারা যান। অপর আরোহী ফিরোজ হোসেন আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত দুলাল হোসেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ডাঙ্গা পাড়া আবু বক্করের ছেলে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment