আব্দুল আলীম, কিশোরগঞ্জ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সোমবার দুপুরে সোনালী ব্যাংক স্বচ্ছ প্রক্রিয়ায় ঋণ বিতরণ কর্মসুচি উদ্বোধন করেছে। কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল ডাঙ্গারহাটে সোমবার দুপুরে ৬ জন কৃষকের মাঝে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় ঋণ বিতরণ শুরু করেছে সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা। এসময় শাখা ব্যবস্থাপক মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের রংপুরের উপ-পরিচালক বিরেন্দ্র নাথ রায়, বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু, সোনালী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিব আব্দুল ওহাব প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ থেকে প্রাপ্ত ঋণ পেয়ে কৃষক উপকৃত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।