২০ দলীয় জোটকে উদ্যেশ্য প্রশ্ন রেখে বলেন, ঘরে বসে বিবৃতি দিয়ে আন্দোলনের নামে মানুষ হত্যা করছেন, এ আপনাদের কেমন আন্দোলন।
তিনি আরো বলেন, এর আগে সকালে মন্ত্রী নীলফামারী সদর উপজেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনতে গরিব হতদরিদ্রদের মাঝে বিনা মূল্যে ল্যাট্রিন বিতরণ করেন। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন , জেলা প্রশাসক জাকীর হোসেন,জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ প্রমুখ।
সেখানে তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে একটি করে ল্যাট্রিন বিতরণ করা হয়। এর পর একই মাঠে সম্প্রতি জেলা সদরের গোরগ্রাম, টুপামারী, চওড়াবড়গাছা,খোকশাবাড়ি ইউনিয়ন ও পৌরসভা এলাকার অগ্নিকােেন্ড ক্ষতিগ্রস্থ্য ৩৭টি পরিবারের মাঝে এক বালি করে ডেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করেন মন্ত্রী।