নীলফামারী সৈয়দপুরে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ ও হরতালের প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরের শহীদ ডা. জিকরুল হক রোডে বেলা ১২টায় জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিএনপি-জামায়াত জোটের সাম্প্রতিক সময়ের সহিংসতা, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে  বৃহস্পতিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জাওয়াদুল হক সরকার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখার সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিন, জেলা যুবলীগের সভাপতি মহসিনুল হক মহসিন, কৃষক লীগের সংগ্রামী সভাপতি পিকে সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মহসিন মন্ডল মিঠু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজুল, উপদেষ্টা বঙ্গবন্ধু প্রজন্মলীগ হিটলার চৌধুরী ভলু, মহিলা আওয়ামী লীগের সংগ্রামী নেত্রী রাবেয়া আলিম। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ, সৈয়দপুর আঞ্চলিক কমিটি সভাপতি মোটর শ্রমিক ইউনিয়ন রংপুর বিভাগীয় কমিটি, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল।

Comments (0)
Add Comment