মুকুল, সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুরে বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, ব্যবসায়ীদের দোকান পোড়ানো, দেশব্যাপি সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল-অবরোধ এর প্রতিবাদে মানববন্ধন করে সৈয়দপুর জেলা যুবলীগসহ সকল সহযোগি সকল সংগঠন। আজ দুপুর ১২ টায় তুলশীরাম সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, জেলা যুবলীগের সভাপতি মহসিনুল হক মহসিন, কৃষক লীগের সভাপতি পিকে সাইদুল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ ওলিয়ার রহমান রতন, পৌর যুবলীগের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক কাজী মনোয়ার হোসেন হায়দার। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল হক।
মানববন্ধনে নেতারা বলেন, বর্তমান দেশের বিরাজমান পরিস্থিতি এবং মানুষের শান্তি-শৃঙ্খলা পরিস্থিত বজায় রাখার জন্য দাবি জানান।