সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রিজ ও নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, সৈয়দপুর বনিক সমিতি এর উদ্যোগে সৈয়দপুর শহীদ ডাক্তার জিকরুল হক রোডে রবিবার বেলা ১২টার সময় সৈয়দপুরে ব্যবসায়ীগন “সবার উপরে দেশ” “দেশ বাচাঁও, অর্থনীতি বাচাঁও” জান মালের নিরাপত্তা চাই। ব্যবসার পরিবেশ চাই-এর ব্যবসায়ী জনতার অবস্থার কর্মসূচী পালন করেন। অব্যাহত সহিংসতায় সাধারণ জনজীবনে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। চলমান অবরোধ কর্মসূচীর কারনে যাত্রী ও পণ্য সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে। যানবাহন বন্ধ থাকায় সময়মত কাঁচামালসহ অন্যান্য পণ্য সামগ্রী পরিবহন না হওয়ার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ জনগন দুর্ভোগের শিকার হচ্ছেন। হরতাল ও অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ী। বিশেষ করে, পঁচনশীল পন্যের বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী, হকার ও শ্রমিক শ্রেণীর দুর্ভোগল সীমাহীন। শিল্প প্রতিষ্ঠান ধবংশ হচ্ছে। দেশের আমদানী রপ্তানী বাধাগ্রন্থ হচ্ছে। এতে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। আমরা ব্যবসায়ীরাও এ অবস্থায় নিশ্চুপ হয়ে বসে থাকতে পারি না। তাই এই চলমান রাজনৈতিক সংকটের সুষ্ঠ সমাধান চাই।
এই কর্মসূচীতে উপস্থিত বক্তব্য রাখেন, রাজ কুমার প্রদ্দার, হাজী জুবায়ের, হাজী তছলিম, হাজী নুর ইসলাম, হাজী ইমতেয়াজ, শুশিল কুমার দাস, রতন সরকার, বনিক সমিতির ইদ্রিস আলী, ব্যবসায়ী আখতার হোসেন বাদল, ব্যবসায়ী দুলুসহ আরো অনেকেই। জাতীয় পাতাক হাতে নিয়ে কর্মসূচী সফল ভাবে পালন করে সরকারের কাছে দাবী জানান।