প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই এলাকায় মনসুর ইটভাটা ও সাইদুর সরকারের গুল ফ্যাক্টরীর সামনে মুসলিম সরকারের পুকুরে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। তারা তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত যুবকের বাড়ি শহরের সাহেবপাড়া মুক্তিযোদ্ধা রোড এলাকায়। সে ওই এলাকার মৃত শরিফের ছেলে। সে রেলওয়ে কারখানা গেট বাজারের পান দোকান করত। সে ৩ সন্তানের জনক। তার পড়নে ছিল গ্রামীন চেকের লুঙ্গি ও ফুলহাতা শার্ট। এ ব্যাপারে পুলিশ জানায়, বিষয়টি হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষ্যে নিরুপন করে সে অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।