নোয়াখালির হত্যাকান্ডের বিচারের দাবিতে পাবনায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি: ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ২ সদস্যকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যার বিচারের দাবিতেপাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে মঙ্গলবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে পাবনা জেলা হেযবুত তওহীদ।পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি শামসুজ্জামান মিলন সংবাদ সম্মেলনে বিষয়বস্তুর উপর বর্ণনা এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এসময় হত্যাকান্ডে জড়িত ও ইন্ধনদাতাদের দ্রুত শাস্তিরও দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কাজী মাহবুব মোর্শেদ বাবলা, প্রথম আলোর জেলা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস, ভোরের কাগজের প্রতিনিধি কামাল আহম্মেদ সিদ্দিকী, বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, দ্য ডেইলি স্টার প্রতিনিধি তপু আহম্মেদ, মানবজমিন ও একুশে টিভির রাজিউর রহমান রুমী, দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি আব্দুর রশিদ, নতুন চোখ অনলাইনের প্রকাশক এসএম আলম, এসএ টিভির প্রতিনিধি কলিট তালুকদার, এটিএন নিউজের রিজভী রাইসুল ইসলাম জয়, পাবনা খবরের বার্তার সম্পাদক শিপন আহম্মেদ, দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি আলাউদ্দীন বিন কাশেম, খ.ম জাহেদুল ইসলাম, খালেকুজ্জামান পান্নুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য, বিভিন্ন টিভি চ্যানেল ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শামসুজ্জামান মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।

Comments (0)
Add Comment