নড়াইল প্রতিনিধি: নড়াইলের লস্কারপুর থেকে ইসলাম মন্ডল (৬০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ইসলাম লস্কারপুর গ্রামের বজলু মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, মৃতদেহের পাশে গুলের কৌটা এবং গ্লাস পড়ে ছিল।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বাংলাদেশেরপত্র/এডি/আর