নড়াইলে এ্যাসিড দগ্ধ নারীদের পুর্নবাসন ও সচেনতা মূলক সভা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

 “ আর একটি মুখও যেন এ্যাসিডে ঝলসে না যায়” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে এ্যাসিড দগ্ধ নারীদের পুর্নবাসন ও সচেনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বে-সরকারি সংগঠন প্রথম আলো বন্ধু সভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান সদরের খড়োরিয়া এলাকার মফিজা খাতুন নামের এক এ্যাসিড দগ্ধ মহিলাকে ৫০ হাজার টাকার পারিবারিক সঞ্চয় পত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, প্রথমআলো ট্রাষ্টের প্রোগ্রাম ম্যানেজার ফেরদৌস ফয়সাল, প্রথম আলো নড়াইল প্রতিনিধি কার্তিক দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। এ্যাসিড দগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়তা তহবিল এ অর্থ প্রদান করেছে।

Comments (0)
Add Comment