নয় বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ নয় বছর পর শ্রীলংকার মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার কলম্বোর পি. সারা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে আÍবিশ্বাসী পাকিস্তান। বৃষ্টির কারণে প্রথম চার সেশন ভেস্তে যাওয়ার পরও রোববার গল স্টেডিয়ামে শেষ হওয়া প্রথম টেস্টে ১০ উইকেটে জয় লাভ করে মিসবাহ উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান এখন অনেক বেশি আÍবিশ্বাসী। সর্বশেষ ২০০৬ সালের লংকা সফরে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। তারপর গত তিন সিরিজেই স্বাগতিকদের কাছে পরাজয় বরণ করতে হয়েছে। তবে সিরিজ জয়ের জন্য মিসবাহ বাহিনীর সামনে ঐতিহাসিক ওভাল মাঠের চেয়ে আর ভালো কোন স্থান হতে পারে না। যেখানে ১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল শ্রীলংকা। শ্রীলংকার সবচেয়ে সুন্দর ও স্পোর্টিং পিচ হিসেবে খ্যাত এই ওভাল পিচ। ২০০৫ সাল থেকে একনাগাড়ে আট টেস্টেই এখানে জয় পরাজয় মীমাংসিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এখানে স্বাগতিকদের ইতিহাস খুব বেশি ভালো নয়। এ মাঠে নিজেদের শেষ তিন টেস্টেই পরাজিত হয়েছে লংকানরা। ২০১০ সালে ভারত এবং ২০১২ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উভয় দলের কাছেই হারতে হয়েছে স্বাগতিকদের। ২০০৯ সালে ওভালের এ মাঠে সাত উইকেটে পরাজিত হওয়া পাকিস্তান আরেকবার স্বাগতিকদের চেপে ধরতে তাদের প্রথম ম্যাচের অসাধারণ নৈপুণ্য অব্যাহত রাখতে চায়।

Comments (0)
Add Comment