আদালত সুত্রে জানা যায়, দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আইয়ুব আলী আসামীদের ২০ দিনের রিমান্ড আবেদন করেন।
এসময় আদালত তিন জনের প্রত্যেককে হত্যা মামলায় ১০ দিন এবং বিষ্ফোরক মামলায় ৮ দিন করে রিমান্ডের আদেশ দেন। এসময় সরকার পক্ষে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমিনুর রহমান।
গত ২২ ফেব্রুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত দেবীগঞ্জ ও পাশ্ববর্তী নিলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ । এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ৫ জন আসামীর মধ্যে ৩ জন আলমগীর হোসেন . রমজান আলী ও মো. হারিজ কে গতকাল গ্রেফতার করা হয় । আজ তাদের আদালতে হাজির করলে আদালত দুটি মামলায় ১৮ দিনের রিমান্ড মন্জুর করে ।